জৈন্তাপুরে আওয়ামীলীগ নেতা ফয়েজ আহমদ বাবর‘র দাফন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ৭ আগস্ট ২০২০, ৩:০১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন‘র সারীঘাট নয়াখেল গ্রামের মরহুম মাস্টার এএসএম মতিউর রহমানের ছেলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ফয়েজ আহমদ বাবর ৪ আগষ্ট মঙ্গলবার শারিরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তার শারিরিক অবস্থা অবনতি হলে ঐ দিনই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্তার আরোও অবনতি হলে ঐ দিন সিলেট নুরজাহান হাসপাতালের আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়। পরবর্তীতে অবস্থা আরোও অবনতি হলে বৃহস্পতিবার এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার সময় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি — রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি মা, স্ত্রী, দুই ছেলে, ৫ বোন, দুই ভাই সহ অসংখ্যা আত্মীয়স্বজন গুনগ্রাহী সহ অনেক রাজনৈতিক সহকর্মী রেখে যান।
ফয়েজ আহমদ বাবর ১৯৬৯ সালে নিজপাট ইউনিয়নের সারীঘাট নয়াখেল গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম মাস্টার এএসএম মতিউর রহমান। তিনি ১৯৮৮ সালে সেন্ট্রাল জৈন্তিয়া উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ১৯৯০ সনে জৈন্তিয়া ডিগ্রী কলেজ হতে এইচএসসি ও ১৯৯৩ সনে সিলেট এমসি কলেজ হতে অনার্স ও ১৯৯৪ সনে একই কলেজ হতে এমএ পাশ করেন। পরবর্তীতে তিনি ১৯৯৮ সন হতে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজে যুক্তিবিদ্যা বিষয়ে প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করে সহকারি অধ্যাপক পদে উর্ত্তীণ হয়ে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, আওয়ামীলীগের রাজনৈতিক সংগঠন ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
এ দিকে সহকারি অধ্যাপক ফয়েজ আহমদ বাবর‘র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো জৈন্তাপুর উপজেলা জোড়ে শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মীগণ কান্নার ভেঙ্গে পড়েন। খবর পেয়ে রাতেই জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং তাহার সহকর্মী শিক্ষকগণ বাড়িতে যান।
৭ আগষ্ট শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সারীঘাট উত্তরপার শাহী ঈদগাহ মাঠে অনুষ্টিত জানাযায় হযরত মাওলানা ইউছুফ আলী মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন।
নামাজের পূর্বে মরহুম ফয়েজ আহমদ বাবর‘র কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ ফারুক আহমদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, জৈন্তাপুর উপজেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি শামীম আহমদ, সাবেক গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভেকেট জামাল উদ্দিন, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধক্ষ্য মুফিজুর রহমান চৌধুরী, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, তামাবিল পাথর চুনা পাথর আমদানী কারক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, কানাইঘাট উপজেলার বানিগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, জমিয়তে উলামা ইসলাম মাওলানা অলিউর রহমান, মরহুমের চাচাতো ভাই মম আলম কয়েছ।
এছাড়া নামাজে জানাজায় উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আলী, এডভোকেট আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা জগলু চৌধুরী, এডভোকেট মাহফুজুর রহমান চৌধুরী, রঞ্জিত সরকার , কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, রফিকুল ইসলাম শাহপরান, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, উপজেলা আওয়ামীরীগের সহ-সভাপতি মোঃ আলা উদ্দিন, উপজেলা আওয়ামীরীগের স্ংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিজপাট ইউপি আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন আহমদ, সাবেক ইউপি উপজেলা জাতীয় পাটির সভাপতি এম ইসমাইল আলী আশিক, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,সমাজসেবী হায়দর আলী, আব্দুল মতিন শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অব্দুল হাফিজ, নিজপাট ইউপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, হযরত শাহজালাল ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ অজয় রায়, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক কতুব উদ্দিন সহ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, সিলেট জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ধর্মপ্রাণ মুসল্লীগণ নামাজে জানাজায় অংশ গ্রহন করেন।
উপস্থিত বক্তারা বলেন, সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর ছিলেন বৃহত্তর জৈন্তিয়ার একজন তরুন মেধা সম্পন্ন মানুষ। তাঁর আকষ্মিক মৃত্যুতে জৈন্তাবাসি হারালো একজন দেশপ্রেমিক ব্যক্তিকে এবং এ ক্ষতি অপূরনীয়। তিনি ছিলেন জৈন্তিয়া ১৭ পরগনার অন্যতম সালিশ ব্যক্তিত্ব। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি