জাফলং ভ্রমণে মালদ্বীপের হাইকমিশনার

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ৬:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিউটি কন্যা খ্যাত জাফলং পর্যটন কেন্দ্র ভ্রমন করলেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এইচ ই সিরুজ্জীমাথ সামির।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এইচ ই সিরুজ্জীমাথ সামির ১৭ জন সফর সঙ্গী নিয়ে তিনি সংগ্রাম পুঞ্জি, মায়াবী ঝর্ণা, জাফলং জিরো পয়েন্ট সহ বিভিন্ন ট্যুরিস্ট স্পট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দুপুর ২ টায় জাফলং এলাকা ত্যাগ করেন।

পরিদর্শন কালে আগত হাইকমিশনার সহ সফরসঙ্গীদের নিযে ট্যুরিস্ট স্পষ্ট ভ্রমনকালে সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানের নেতৃত্ব দেন ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব-জোন ইউনিট ইনচার্জ ইন্সপেক্টর মো রতন শেখ।

সংগ্রাম পুঞ্জি মায়াবী ঝর্ণায় যাওয়ার পথে তীব্র গরমে হাইকমিশনার’র শিশু পুত্রটি গরমবালুর মাঠে ক্লান্ত হয়ে পড়লে তাকে অতি আদর করে কোলেতুলে নেন জাফলং সাব-জোন ইউনিট ইনচার্জ ইন্সপেক্টর মো রতন শেখ। কোলে উঠে শিশুটি খুবই আনন্দ উদযাপন করতে থাকে। জাফলং বিদায় মূহুর্তে হাইকমিশনারের সার্বিক নিরাপত্তায় ও সেবা প্রদানে ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানান।

আরো উপস্থিত ছিলেন এনএসআই ইমরাস, ছরোয়ার, বিট পুলিশ জাফলং লিটন, ট্যুরিস্ট পুলিশ এএসআই রাজিব ও পুলিশ সদস্য আলমগীর প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি