ছাত্রীহলে আসনপ্রাপ্তদের স্থানান্তরে শাবির সিরাজুন্নেসায় নৈশভোজ

শাবি প্রতিনিধি;
  • প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩, ৭:১২ অপরাহ্ণ | আপডেট: ৬ মাস আগে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের বিদায়ী ছাত্রীদের সদ্য চালু হওয়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে স্থানান্তর উপলক্ষ্যে ছাত্রীদের মাঝে বিদায়ী ভোজের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত নৈশভোজের খাবার বিতরণ করে হলের প্রভোস্টবডি।

হল প্রভোস্ট জোবেদা কনক খান জানান, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের অন্যান্য আবাসিক সকল ছাত্রীকে সার্বিক সহযোগিতা করে তাদের সাথে মিলেমিশে থাকার জন্য তাদেরকেও জন্য এই নৈশ্য ভোজের অন্তর্ভূক্ত করা হলো। তাই প্রভোস্টের পক্ষ থেকে তাদের দু-পক্ষকেই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

উল্লেখ্য, অবশেষে বহুল প্রতীক্ষার পর শাবিপ্রবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ভর্তিকৃত ছাত্রীদের হলে নিজ আসনে উঠা শুরু করবে শুক্রবার। এদিন সকাল দশটা থেকে ছাত্রীরা নিজ নিজ কক্ষে উঠতে পারবেন। এতে শুক্রবার ১০ নভেম্বর এবং শনিবার ১১ নভেম্বর ছাত্রীদের নিজ নিজ আসনে উঠার জন্য দুদিন আগে নোটিস দেয়া হয়েছে। তবে হলে উঠার সময় অবশ্যই সবাইকে বিশ্ববিদ্যালয় আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি