গোয়াইনঘাটে শেখ কামালের জন্মদিন পালিত

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ আগস্ট ২০২১, ১:৫০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে বহুমাত্রিক প্রতিভার অধিকারী ক্ষণজন্মা শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সংস্কৃতিসেবী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের বড় ছেলে শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা-মাতার সঙ্গে সপরিবারে শহীদ হন। জীবদ্দশায় তিনি হয়ে উঠে ছিলেন তারুণ্যের প্রতীক। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। বন্ধু ও শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’। ছিলেন ‘ছায়ানট’-এ প্রশিক্ষিত সেতারবাদক। তিনি ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রেরও প্রতিষ্ঠাতা শেখ কামাল। তিনি ১৯৭১ এ সরাসরি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। সেসময় প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে কমিশন্ড পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি ছিলেন তিনি। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে সে¦চ্ছা অবসর নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ বরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে কামালের বিয়ে হয়। ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯-এর গণঅভ্যুত্থান ও ’৭১-এর মুক্তিযুদ্ধে যথোচিত ভূমিকা পালন করেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষণজন্মা শেখ কামালের জন্মদিনের আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক,গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক কর্মকর্তা, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান,
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান,

গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক সুবাস দাস,
উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম,
সাধারণ সম্পাদক সয়ফুল আলম আবুল, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন, ফয়সাল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল হাসান মারফ প্রমুখ। উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের অস্থায়ী পতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে বিভিন্ন সংগঠন।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন,গোয়াইনঘাট উপজেলা পরিষদ,গোয়াইনঘাট থানা,উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী, উপজেলা যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ শতাধিক ট্রাক শ্রমিক,বাস শ্রমিক ও লেগুনা শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ত্রান সহায়তার প্যাকেট গুলো উপজেলা প্রশাসনিক ভবনের সামনে, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের মাঠ ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের মাঠে ট্রাক শ্রমিক,বাস শ্রমিক ও লেগুনা শ্রমিকদের মধ্যে বিতরণ করা হবে বলে সভায় জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি