আয়েশা মুন্নির কবিতা ‘বিবর্তনে বিষাদ’

আয়েশা মুন্নি ;
  • প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ১০:১৮ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

বিবর্তনে বিষাদ
দীপ্তহীন অগ্নির নির্দয় দহনে দগ্ধ হতে হতে
রক্ষিত জলে পানকৌড়ির মত ডুবসাঁতারে বিশুদ্ধ হই।
অযাচিত প্রশ্নের পালকের মত
বাঁধনগুলো যখন ছিঁড়ে যাচ্ছিল…
ঠিক তখনি ইচ্ছের মিছিল শোকের ধুলোয় খেলা করে
দেয়ালে আঁকে বিবর্তনের বিষাদ।
আগুন দূরত্বের অপেক্ষায় সন্ন্যাস ট্রেন…
চরম অবসাদে নাকফুলে থেমে গেছে রোদ্দুরের খেলা
ভালবাসার তৃষ্ণায় ডুবে যাওয়া ভূমিহীন চোখে
তখন অর্থহীন অনাদরে প্রেমের অভিলাস।
অবিচ্ছেদ্য বন্ধনের নিশ্ছিদ্র পাহারায়
ক্ষত বিক্ষত রক্তাত বিহঙ্গ মন!

মর্মাহত বেদনার শ্বাস প্রশ্বাসে তোমার স্মৃতি
উদাস দৃষ্টির সীমানায় তোমার বিবর্ণ মুখচ্ছবি।
ফেলে আসা রূপালী গল্পে শিহরিত বুক পাখিটা
অজান্তে আন্দোলিত!
নিস্ক্রিয় মিথস্ক্রিয়ায় অংকিত নকশায়
তোমার আমার মানচিত্র এঁকে করজোড়ে প্রার্থনারত।
ভালবাসার মেরুকরণে সমর্পিত হয়ে
অনুভব কাঁদামাটিতে স্যাঁতস্যাঁতে।

অতঃপর …
উদ্ভাসিত উদ্যানে সবুজ শ্যামলের মহা প্লাবন।

প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন [email protected]এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি