আজমিরীগঞ্জে বজ্রপাত কেড়ে নিলো বৃদ্ধের প্রাণ

আজমিরীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নদীতে মাছ শিকার করতে গিয়ে তাহুছ মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুরে এ ঘটনা ঘটেছে।

নিহত তাহুছ মিয়া মাহতাবপুর গ্রামের মৃত জনাব আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে তাহুজ মিয়া বাড়ির পার্শ্ববর্তী কালনী নদীতে মাছ শিকার করতে যান। এসময় হঠাৎ করে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা নদীর পাড় থেকে তাহুজ মিয়াকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য নজু মিয়া বলেন, তাহুছ মিয়া কৃষিকাজ করতেন। সোমবার সকালে নদীতে মাছ ধরতে যাওয়ার পর বজ্রপাত শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। আমরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারকে সরকারি কোষাগার থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি