সব
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে নগরীর ধোপাদিঘীপারস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের আহবায়ক নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশীরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, যুগ্ম মহা সচিব ফখরুল আহসান শাহজাদা, সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক সাব্বির আহমদ।
আলোচনা সভা পরবর্তী ইফতার মাহফিল শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সর্বস্থরের জাতীয় পার্টির নেতৃবৃন্দ নজরুল ইসলাম বাবুলকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করার আহবান জানান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি