বিশ্বনাথে নদী-খাল দখলমুক্ত করে পুন:খননের দাবী

বিশ্বনাথ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ৯:২১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

সিলেটের বিশ্বনাথে নদী-খালগুলো দখলমুক্ত করে পুণ:খননের দাবী উঠেছে। সড়ক ও জনপদ বিভাগের অবহেলায় দখল হচ্ছে সরকারী ভূমি।

উপজেলার প্রধান নদী বাসিয়াসহ বিভিন্ন নদী, খাল-নালা কিছু অসাধু ব্যক্তি মাটি ভরাটের মাধ্যমে দখল করেছে। যার কারণে উপজেলার হাওড়গুলোয় কৃষি আবাদি জমিতে পানির অভাবে ফসলের ক্ষতি হচ্ছে। খাদ্য সঙ্কটে পড়তে পারে উপজেলাবাসী। শুধু তাই নয় আসছে বর্ষার মৌসুমেও রয়েছে আগাম বন্যার বার্তা। এসকল দুর্ভোগ থেকে মুক্তি পেতে নদী-খালগুলো খননের বিকল্প নেই। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তরা দাবী করেন।

এদিকে, বাসিয়া নদীর ভারসাম্য হারিয়ে গিয়ে মরাখালে পরিনত হওয়ায় এবং নদীতে পৌর শহরের ময়লা-আবর্জনার স্তুপ করে নদীর পরিবেশ নষ্ট হচ্ছে। যার দরুন ফুসফুসে ক্যান্সার, লিভার ক্যান্সারসহ বড় ধরণের বিভিন্ন রোগবালাই হওয়ার ঝুকি রয়েছে। সভায় এমনটাই তথ্য দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিলওয়ার হোসেন সুমন। ক্যান্সার রোধে হলেও শীঘ্রই বাসিয়া নদীর ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।

বক্তারা আরো বলেন, রমজান মাস উপলক্ষে নিরিচ্ছিন্ন বিদ্যুৎ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং বাস্তবায়ন করতে হবে। এছাড়াও শিশুরা সিএনজি অটোরিক্সা ও ব্যাটারী চালিত রিক্সা অবাধে চালাচ্ছে। যা শিশু শ্রমের আওতায় পড়ে। এদেরকে শিশুশ্রম থেকে বের করতে প্রশাসনের প্রতি আহবান করা হয়।

বাজার সিন্ডিকেট ভাঙ্গতে হাতিয়ার হিসেবে কৃষকদের জন্য কৃষক কর্ণার স্থাপন করা হবে বলে ইউএনও সভায় অবহিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পল্লিবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম আলাউদ্দিন, প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন, সদস্য আশিক আলী, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু।

 

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি