সিলেটে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড, জরিমানা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

সিলেট নগরীর কাজীটুলা থেকে ভুয়া ডাক্তার মো: সাইফুল আলম নামের এক যুবককে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ মার্চ) বিকেলে কাজীটুলা এলাকার স্ট্যাডার্ড ডেন্টাল কেয়ার এন্ড ক্যাপ সেন্টারে জেলা প্রশাসন ও র‌্যাব ৯ এর যৌথ অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন ও র‌্যাব সূত্রে জানাযায়, ডা: আশরাফুজ্জান ও ডা: মো: সাদ্দাম হোসেনের প্যাড ও সাইন বোর্ড ব্যবহার করে দীর্ঘ দিন থেকে কাজীটুলা এলাকায় স্ট্যাডার্ড ডেন্টাল কেয়ার এন্ড ক্যাপ সেন্টারে ভুয়া ডাক্তার হয়ে সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছে মো: সাইফুল আলম। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়।

সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

তাঁকে সহযোগিতা করেন র‌্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান ও সহকারী পুলিশ সুপার আফসান আলমসহ র‌্যাবের একটি দল।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেড ও সিনিয়র সহকারী কমিশনার শাহিনা আক্তার বলেন, ডা: আশরাফুজ্জান ও ডা: মো: সাদ্দাম হোসেনের প্যাড ব্যবহার করে মো: সাইফুল আলম দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। এ সময় তার ডাক্তারি সনদ ও কাগজ পএ, কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছি ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি