জৈন্তাপুরে উদ্ধারকৃত বিষ্ফোরকদ্রব্য ধ্বংস করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৩ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

সিলেটের জৈন্তাপুরে আদালতের নির্দেশে ২৯টি বিষ্ফোরক দ্রব্য (ডেডনেটর) ও ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে সহায়তা করে জৈন্তাপুর থানাপুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং বেলির হাওড় নামক স্থানে বিস্ফোরকগুলো বিনষ্ট করেন।

উল্লেখ্য, সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পশ্চিম (মনতৈল) বহাইআলী টিলার উপর হতে গত বছরের ২৭ ডিসেম্বর র‌্যাব-৯ এর একটি দল অভিযান পরিচালনা করে দুটি শপিং ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ”উণঘঅঢ চঙডঊজ-৯০” লেখা ২৯টি বিষ্ফোরক দ্রব্য (ডেডনেটর) এবং ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল উদ্ধার করে। পরবর্তীতে জিডি মুলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করেন।

উল্লেখিত বিষ্ফোরক সামগ্রী আজ (২৭ ফেব্রুয়ারি) সোমবার আদালতের নির্দেশনায় ১৭ পতাতিক ডিভিশন এর ক্যাপ্টেন সিলভিয়া ইসলামের নেতৃত্ব সেনাবাহিনীর বোমা বিষ্ফোরক বিশেষজ্ঞ দল বিস্ফোরকগুলো বিনষ্ট করে। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকসহ পুলিশের একটি দল।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, র‌্যাবের অভিযানে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত পাওয়ারজেল ও ডেডনেটরগুলো আদালতের নির্দেশে সেনাবাহিনী ও পুলিশ যৌথ উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি