সিলেটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে ৫ লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

সিলেট জেলায় সোমবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এদিন মহানগর ও জেলার ৫ লক্ষ ১৩ হাজার ২৫৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

ক্যাম্পেইনকে সামনে রেখে রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক দুটি ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে সিলেটের সিভিল সার্জনের কার্যালয় ও সিলেট সিটি করপোরেশন। এসব ওরিয়েন্টেশনে উপরোক্ত তথ্য জানানো হয়।

সিভিল সার্জনের কার্যালয়ের ইপিআই কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার। ওরিয়েন্টেশনে তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জনের কার্যালয়ের এমও সিএস ডা. স্বপ্নীল সৌরভ রায়।

ওরিয়েন্টেশনে জানানো হয়, সোমবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিলেট জেলায় (মহানগর এলাকা ব্যতিত) নীল রঙের ক্যাপসুল খাবে ৪৬ হাজার ৯৫৬ জন শিশু এবং এবং লাল রঙের ক্যাপসুল খাবে ৩ লক্ষ ৮৮ হাজার ১৭৩ জন শিশু। জেলায় মোট টিকা কেন্দ্র থাকবে ২ হাজার ৪১৪টি।

অন্যদিকে সিলেট সিটি করপোরেশন আয়োজিত ওরিয়েন্টেশনে জানানো হয়, সিলেট মহানগরে ৭৮ হাজার ১২৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবার সিলেট সিটি করপোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট টিকা কেন্দ্র থাকবে ৩৪৮টি।

মহনগরের ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবগত করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বদরুল হক ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, সিলেট নগরের স্থায়ী ও অস্থায়ী সর্বমোট ৩৪৮টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ০৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ জন ও ১২ মাস থেকে ৫ বছর বয়সী ৬৯ হাজার ২৬৪ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে ৬৯৬ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

উভয় ওরিয়েন্টেশনে জানানো হয়, যদি কোনো শিশু কোনো কারণে নির্দিষ্ট দিনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে যায়, তবে পরবর্তীতে নিকটস্থ টিকা কেন্দ্রে যোগাযোগ করে সেই শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো যাবে। ক্যাম্পেইনের পর ১৫ দিন পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল টিকা কেন্দ্রে পাওয়া যাবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি