সব
সিলেটের সুরমা টাওয়ারের ৫ ট্রাভেল এজেন্সিকে জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসন ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার সময় নগরীর তালতলাস্হ সুরমা টাওয়ারে জেলা প্রশাসনের অভিযানে নেতৃতৃ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান বলেন, ৫টি প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ চলে গিয়েছিলো। তারা মেয়াদ রিনিউ না করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাই ৫টি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি