সিলেটে ‘জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ২ টায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো:মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার ম্যানেজার বিপুল তালুদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিলেটে বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ-মো: পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) এ এম কাসেম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি