শীতার্তদের মাঝে সিলেট জেলা প্রশানের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ৭:২২ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিুআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে সিলেট জেলা প্রশাসন।

সোমবার (৯ জানুয়ারি) রাত ১১টা থেকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৫০০ কম্বল বিতরণ করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম কাসেম, নির্বাহী ম্যাজিস্ট্রেটি ও সিনিয়র সহকারী কমিশনার মাহবুবুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, দপ্তর সম্পাদক আব্দুল আহাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া কম্বল আমি অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করেছি। আজ (সোমবার) রাতে শাহজালাল মাজার ও রেলস্টেশনে ৫০০ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অসহায় মানুষ কম্বল পেয়ে অনেক খুশি হয়েছে। সিলেটের সব জায়গায় আমাদের কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি