সব
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিুআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে সিলেট জেলা প্রশাসন।
সোমবার (৯ জানুয়ারি) রাত ১১টা থেকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৫০০ কম্বল বিতরণ করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম কাসেম, নির্বাহী ম্যাজিস্ট্রেটি ও সিনিয়র সহকারী কমিশনার মাহবুবুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, দপ্তর সম্পাদক আব্দুল আহাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া কম্বল আমি অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করেছি। আজ (সোমবার) রাতে শাহজালাল মাজার ও রেলস্টেশনে ৫০০ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অসহায় মানুষ কম্বল পেয়ে অনেক খুশি হয়েছে। সিলেটের সব জায়গায় আমাদের কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি