দুর্নীতিতে নিমজ্জিত সিলেট বিআরটিএ, মুচলেকায় ছাড়া পেলো দুই দালাল

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

দুর্নীতিতে নিমজ্জিত সিলেট বিআরটিএ।  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সিলেটের (বিআরটিএ) অফিসে দালালদের দৌরাত্মে সাধারণমানুষ অসহায়। অদৃশ্য কারণে দালালরা তাদের অপকর্ম দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। এতে হয়রানির শিকার হন সিলেট বিআরটিএ অফিসে সেবা নিতে আসা লোকজন। মুচলেকায় ছাড়া পেলো দুই দালাল।

নানা অভিযোগে সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সিলেট বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান চালায় জেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সব দালাল পালিয়ে গেলেও দুজনকে আটক করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের কাছ থেকে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার মো. জসিম উদ্দিন।
তিনি বলেন , সোমবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে সময়ে জেলা প্রশাসকের পশ্চিম-উত্তর কোনায় সোনালী ব্যাংকের নিচে ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির অফিস থেকে বিপুলসংখ্যক মোটরযানের কাগজপত্রসহ দুই জনকে আটক করা হয়।

আটককৃত দুই দালাল হলেন মামুন (২৪) ও রোমেল(২২)। তবে এসময় এ স্থানে থাকা আরো বেশকিছু দালাল পালিয়ে যায়।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়- বিআরটিএ অফিসে দীর্ঘদিন থেকে দালালি করে আসছে মামুন ও রোমেল। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না মর্মে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি