কোম্পানীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত অন্তত ১৩ জন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩, ৯:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ী গ্রামে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ জানুয়ারি) বেলা ৩ টার দিকে উপজেলার কাঠালবাড়ি বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে মারামারি হয়েছে। এতে ২ পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। এরমধ্যে মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তারা হলেন- কাঠালবাড়ী গ্রামের জসিম উদ্দিনের পুত্র আহম্মদ আলী (৩৫) ও আরিফুল ইসলাম (২৬)। তাদের মধ্যে আহম্মদ আলীর হাতের কব্জি কেটে ফেলা হয়েছে এবং আরিফুল ইসলামের মাথায় কুপ দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার শাহ আলম জানান- ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাই। এ ঘটনায় দুইজনকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে এবং মারামারিতে ব্যবহৃত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি