সিসিক চালু করলো ৯টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র

;
  • প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ৯:০৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

নগরীতে ৯টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। নগরবাসির প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিলেট সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় এসব প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালিত হবে।

সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদীনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়া এবং ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় আগামী ২০ ডিসেম্বর (মঙ্গলবার) প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহের কার্যক্রম চালু হবে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সিসিকের ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করবেন। অনুষ্ঠানের ওয়ার্ড কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, ইউনিসেফের ফিল্ড অব চীফ, সিলেট দিল কাজী দিল আফরোজ উপস্থিত থাকবেন। একই দিনে বাকী তিনটি স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম চালু হবে।

এছাড়া শীঘ্রই নগরে আরো ৫টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি