সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ১০:২৮ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট নগরী থেকে ১৯৫ পিস ইয়াবাসহ মো. রুবেল আহমদ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা বিভাগের ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিমে মহানগর হাসপাতালের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটক রুবেল নগরের ঘাসিটুলাস্থ সবুজ সেনা ব্লক-এ ১৩২/০১-এর মৃত আব্দুল ফাত্তাহের পুত্র।

পুলিশ জানায়, রুবেল জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে নগরের বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিকট পাইকারী ও খুচরা দরে বিক্রি করতো। তার বিরুদ্ধে এসএমপি’র কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হলে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ অভিযান ও আটকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি