সব
স্বাধীনতার ৫১ বছরে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালন করেছে সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশন। দিবসে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়।
শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার, সিলেট নিরাজ কুমার জয়সোয়াল।
শুরুতেই অতিথিদের নিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা শুরু করেন ভারতের সহকারী হাইকমিশনার।
উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মুজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, অতিরিক্ত ডিআইজি ও এসএমপির ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ, সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ছামির মাহমুদ, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেটস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব নির্বাণ কুমার গঙ্গোপাধ্যায় ও রাম প্রকাশ, নাট্য পরিষদ-সিলেটের সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক ও সিলেট ডায়রি ডটকমের প্রকাশক, দৈনিক মানবকন্ঠের সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয় প্রমুখ।
স্বাগত বক্তব্যে ভারতের সহকারী হাইকমিশনার মি. নিরাজ কুমার জয়সোয়াল ভারত-বাংলদেশের গভীর সম্পর্কের বিষয়টি তুলে ধরে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন।
নাট্যমঞ্চ, সিলেট ও সিলেট মিউজিক্যাল ব্র্যান্ড এসোসিয়েশনের সহায়তা সংগীত পরিবেশ করে ভারতের জনপ্রিয় মিউজিক ব্র্যান্ড ‘অক্সিজেন’।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে চুড়ান্ত বিজয়ের পূর্বেই ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে ৬ ডিসেম্বরকে আনুষ্ঠানিক ভাবে ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস পালনের সিদ্ধান্ত নেশা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি