সিলেটে ফুটবল উন্মাদনা: উপশহরে খেলা দেখতে উপচেপড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২, ৯:২৯ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

বিশ্বকাপ ফুলবল শুরু হওয়ার আগে থেকেই সিলেটে ছড়িয়ে পড়ে তুমুল উন্মাদনা। বর্তমানে সেলেটের পাড়া মহল্লাগুলোতে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপ ফুটবল। স্থানে স্থানে প্রজেক্টর বসিয়ে বড়পর্দায় ম্যাচ উপভোগ করছেন ফুটবলপ্রেমীরা। শুক্রবার রাতে এমন দৃশ্য দেখা যায় নগরীর উপশহর এলাকার বি ব্লকে। বিশাল পর্দায় প্রজেক্টরের মাধ্যমে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ।

পর্দার সামনে বসে দাড়িয়ে খেলা দেখছিলেন সহস্রাধিক ক্রীড়াপ্রেমী মানুষ। ফুটবলপ্রেমীদের কথা চিন্তা করে খেলা দেখার এমন উদ্যোগ গ্রহণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিম। বিশ্বকাপের শুরু থেকে এভাবেই উপশহর বি ব্লকে খেলা উপভোগ করে আসছেন এলাকাবাসী।

সরেজমিনে শুক্রবার রাত ৯টায় দেখা গেছে, উপশহর বি ব্লকে মানুষের উপচেপড়া ভীড়। সবার মধ্যেই ফুটবল উন্মাদনা। ব্রাজিল আর্জেন্টিনাসহ নিজ নিজ পছন্দের দলের জার্সি পরে, মাথায় ফিতা বেধে তারা বসেছেন খেলা দেখতে। অনেকের হাতে রয়েছে খেলনা বাঁশি। গোল হলে কিংবা টানটান উত্তেজনার মুহুর্তে শুরু হয় সম্মিলিত গুঞ্জন, চিৎকার, বেজে উঠে বাঁশি। সেই সাথে দর্শকদের নিজেদের মতো খেলার বিশ্লেষণ তো আছেই।

২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিম জানান, আমার ওয়ার্ডবাসীর ফুটবলের প্রতি ভালাবাসা এবং আগ্রহ দেখে বিশ্বকাপের শুরু থেকেই আমার নিজ উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছি। এ যেন এক উৎসবের আমেজ। আমরা বাঙালীরা যে কতটা আগ্রহ নিয়ে খেলা উপভোগ করি এবং আমাদের আবেগের সাথে ফুটবল খেলা মিশে আছে, তা এখানে এলেই বুঝা যাবে।

তিনি আরো বলেন, হার-জিৎ খেলায় থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা উপভোগের জন্য খেলা দেখি। খেলার ৯০ মিনিটের টান টান উত্তেজনার মধ্যে আমরা খুজে পাই নির্মল বিনোদন। ব্যস্ত শহরে একটু অবসরে তাই মেতে উঠি খেলা উপভোগে।

 

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি