সিলেটে অনুশীলনকালে বলের আঘাতে আহত সৈকত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটে অনুশীলনকালে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত বলের আঘাতে আহত হয়েছেন।

সোমবার দুপুরে সাড়ে ১২টার দিকে লাক্কাতুড়ার অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় একটি বল তার বুকে এসে আঘাত করে।

এই স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ ‘এ’ দল ও ভারতের এ দলের মধ্যে চারদিনের একটি ম্যাচ শুরু হবে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মোসাদ্দেক হোসেন সৈকতের খেলার কথা ছিলো।

এর পরপরই চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট নগরের সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সৈকতের বুকের এমআরআই পরীক্ষা করানো হয়।

এতথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ‘এ’ দলের টিম অপারেশনস ম্যানেজার খান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সৈকতের এমআরআই করা হয়েছে। বর্তমানে তিনি হোটেলে আছেন। এমআরআই এর রিপোর্ট পাওয়ার পর জানা যাবে সৈকত কাল খেলতে পারবেন কি-না।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি