সিলেটে অলৌকিকভাবে রক্ষা পেলেন ৪০ বাসযাত্রী

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২, ১০:৪১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের মেইন লিফ (স্প্রিং) নষ্ট হয়ে যায়। ফলে গাড়িটি থামানো যাচ্ছিলো না। এসময় গাড়ির চালক বাসটিকে থামানোর জন্য সিলেট-ঢাকা মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগান।

বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে বাসটিতে থাকা ৪০ যাত্রীর সবাই রক্ষা পেয়েছেন। কেউই হতাহত হননি। তবে বাসের চালক সামান্য আহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, রাব্বি পরিবহন নামের একটি বাস ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় যাত্রীবাহী বাস পৌছামাত্র বাসের মেইন লিফ (স্প্রিং) নষ্ট হয়ে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। তবে যাত্রীদের কেউই আহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের স্প্রিংয়ের মেইন লিফ নষ্ট হওয়ার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। যাত্রীদের বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগান বাসের চালক। কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি