সব
ঢাকার সাভার থেকে চুরি হওয়া ৫ মাসের এক শিশুকে চার দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বুধবার দুপুরে আবদুস সামাদ নামের শিশুটিকে উদ্ধার করেছে। গ্রেফতার হওয়া দম্পতি পারভিন আক্তার ও রনি মিয়া।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ১২টার সময় সিলেট নগরীর বাগবাড়ি এলাকার কয়েস মিয়ার কলোনি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়েছে। এ সময় তাদের সহযোগিতা করে লামাবাজার ফাঁড়ির সদস্যরা। শিশুটিকে উদ্ধারের পর দুপুরেই শিশুটিসহ গ্রেফতার দম্পতিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’
এদিকে, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এক আসামি তারমিম পলাতক রয়েছে, অপর দুই আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে, রোববার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সাভার বাজার রোডের ডাচ-বাংলা ব্যাংকের পেছনে নুরন্নাহার চৌধুরীর বাসা থেকে শ্রমিক দম্পতি মোন্নাফ খান ও নাজমা বেগমের সন্তান চুরির ঘটনা ঘটে। সকাল ১১টা ৪৫ মিনিটে ওই বাড়ির সামনে একটি দোকানের সিসি ক্যামেরায় শিশু সামাদকে এক নারী দ্রুত নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন শিশুর বাবা মোন্নাফ খান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি