সব
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটের রাস্তাঘাটের উন্নয়নে ৭০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বদলে যাবে সিলেট।
তিনি বলেন, সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ অনেক পুরনো হয়ে গেছে। এটা রেখে ক্বীন ব্রিজের পাশে সুরমা নদীর উপর আরেকটা ব্রিজ করা হবে। এর প্ল্যান শেষ করে মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। এপ্রোভ হলেই কাজ শুরু হবে। এতে যানজট নগরীর অনেক কমে আসবে।
বিকেলে সিলেটে প্রায় ৭২৮ কোটি টাকা ব্যয়ে কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রায় সাড়ে ১২ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি চার লেনে উন্নীত হলে পাথরবোঝাই ট্রাকগুলো সেই সড়ক দিয়ে জাতীয় মহাসড়কে সহজেই পৌঁছাতে পারবে। এতে সিলেট নগরীর যানজট কমবে এবং কমে আসবে দুর্ঘটনা। ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে বলেও জানান তিনি।
গুরুত্বপূর্ণ এ সড়কটি সংকির্ণ ও দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে থাকার পর চলতি বছরের ৪ জানুয়ারি চার লেনে উন্নীতকরণ’ প্রকল্প একনেকে অনুমোদন পায়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি