সব
গত দেড় বছর থেকে সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত প্রায় ২১ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটের ১৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এই মাদকদ্রব্যগুলো ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচএম সেলিম হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ ব্যাটালিয়ানের উপ অধিয়ানক মেজর আরাফাত, র্যাব ৯ সিলেটের সিও মোমিনসহ বিজিবির অন্যানো কর্মকর্তারা।
ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে, ৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ, ৯ হাজার ৫৬৭ বোতল ফেনসিডিল ও ৫ হাজার ৮৬ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য।
বিজিবি সিলেটের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: সাইফুল ইসলাম বলেন, ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা। ২০২১ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি এ কর্মকর্তা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি