সব
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সাহিত্য জাতির দর্পণ। উন্নত দেশ ও জাতি প্রতিষ্ঠায় সাহিত্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। জাতির সমৃদ্ধি-অগ্রগতির প্রকাশও ঘটে সাহিত্যকর্মে। তাই সাহিত্যচর্চা অপরিহার্য। তবে সবার পক্ষে তা সম্ভব নয়। কারণ সাহিত্য উপলব্ধির বিষয়। সাহিত্যে মানুষের চিন্তা, চেতনা, অনুভূতি ও উপলব্ধি প্রস্ফূটিত হয়।
তিনি আরো বলেছেন, সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে; কিন্তু সাহিত্য টিকে থাকে। ইতিহাস সাহিত্যের অংশ। নিজেকে চিনতে নিজের দেশ ও জাতির ইতিহাস জানতে হবে।
বুধবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া ভবন চত্বরে বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সিলেট জেলা প্রশাসন ব্যবস্থাপনায় আয়োজিত দুদিনব্যাপী সাহিত্য মেলার সমাপনী অনুষ্ঠানে ড মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জেলা পর্যায়ে সাহিত্য মেলা যেমনি লেখকদেরকে একত্রিত করছে-সাহিত্যচর্চায় উৎসাহিত করছে তেমনি নতুন প্রজন্মকে ঘুণে ধরা সমাজব্যব্যবস্থা পরিবর্তন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠান অনুপ্রাণিত করছে।
স্হানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো:মামুনুর রশিদের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কবি এ কে শেরাম।
এ সময় উপস্হিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাংবাদিক মুহিত চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মাহবুর রহমান, জেলা প্রশাসনের এনডিসি পল্লব হোম দাস, আরডিসি কাজী শামীম, এল ও আবিদা সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসান আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলেমাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জারিন তাসনিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
সবার শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নাজমা পারভীন ও রুহেনা সুলতানার সঞ্চালনায় এতে আবৃত্তি, নৃত্য ও বাউল গান পরিবেশিত হয়। পরে নিবন্ধিত লেখকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি