সব
সিলেটের জকিগঞ্জে রোববার সন্ধ্যায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে চাচাতো ভাই মনসুর আলম (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। সে উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাঝবন্দগ্রামের আব্দুস ছালামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই চাচাতো ভাই মৃত তেরা মিয়ার ছেলে আশিক আহমদ তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। মনসুর আলমের চিৎকারে এলাকাবাসী উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে জড়িত আশিক আহমদকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে মাছ ধরাকে কেন্দ্র করে ঘটানাটি ঘটেছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ জানান, মনসুর আলমের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃত অবস্থাতাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোহাম্মদ জাকির হোসাইন বলেন পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে একই বাড়ির আপন চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন হয়েছে। ঘটনার সাথে জড়িত ১জনকে গ্রেফতার করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি