সব
বাস ট্রাক বন্ধ করে প্রতিদিন দেশের কত কোটি টাকার ক্ষতি করা হল এর জবাব সরকারকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, সরকার পুলিশ ও পেটোনা বাহিনী দিয়ে হামলা করে, বাস ট্রাক বন্ধ করে সমাবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণকে আটকে রাখা যায়নি। তারা ঘর থেকে বেরিয়ে এসেছেন সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে। জনগণ সিলেটে গণসমাবেশ সফল করেছে।
শনিবার (১৯ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি একথা বলেন।
ওবায়েদুল কাদেরকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলে, বলছেন খেলা হবে। কিন্তু দরজা বন্ধ করে ঘরের মধ্যে যে খেলা এটা ছাড়া আর খেলা তিনি (ওবায়দুল কাদের) জানেন না। যখন পাপিয়া-পরীমণিরা ধরা পরে তখন আওয়ামী লীগ নেতাদের বুক ধরফর করে। বিএনপি আনাড়ি খেলোয়াড়দের সাথে খেলে না। খেলা শিখে আসেন। নিরপেক্ষ সরকার দিয়ে খেলেন।
তিনি বলেন, নিরপেক্ষ খেলা হলো আমাদের প্রিয় নেতার মেয়ে জায়মা রহমানের কাছেও আপনার নেত্রী শেখ হাসিনা জামানত হারাবেন। ১০ ডিসেম্বরের পর সরকার পতনের আন্দোলনে নামবো। সাহস থাকলে ক্ষমতা ছাড়েন।
গয়েশ্বর বলেন, যত টাকা ঋণ করা হয়েছে সেই টাকার সুদ দেয়ার মতো টাকাও সরকারি কোষাগারে নেই। সরকার লুটে নিয়েছে। আজকে গণতন্ত্রের অবস্থা ইলিয়াস আলীর মতো। ইলিয়াস গুম, গণতন্ত্রও গুম। আমরা ইলিয়াস আলীর মতো গণতন্ত্রকেও খুঁজছি।
গয়েশ্বর আরও বলেন, কথায় কথায় শেখ হাসিনা বিএনপিকে খুনির দল বলেন। কিন্তু খুনি কে তা দেশের জনগণ জানে। আমাদের নেতা জিয়াউর রহমান খুনের পর বোরকা পরা একজন নারী পালাননোর সময় ধরা পড়েছিলেন। তিনি কে সবাই জানে। আপনি শেখ হাসিনা খুনি না হলে সেদিন বোরকা পড়ে পালাতে গিয়েছিলেন কেন? জিয়াউর রহমান খুনের সাথে শেখ হাসিনা জড়িত কি-না তা আমরা খুঁজে বের করবো। সব গুম খুনের বিচার হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ও নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির এ গণসমাবেশ হচ্ছে। গণসমাবেশ শুরু হয়েছে সকাল ১২টা থেকে।
বিকেল ৪টা ৩৪ মিনিটে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, খন্দকার মুক্তাদীর আহমদ, ড. এনামুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়া হোসেন জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গৌছ, কেন্দ্রীয় সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি