মানবতা বিরোধী এ সরকারের বিচার দেশের মানুষ করবে: ইলিয়াসপত্নী লুনা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ৯:৩২ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের প্রায় ১ হাজার নেতা-কর্মীকে গুম করেছে। অজ¯্র নেতাকর্মীকে হত্যা করেছে। গুলি করে পঙ্গু করেছে অসংখ্য নেতাকর্মীকে। এই সরকার মানবতা বিরোধী অপরাধ করছে। তাদের বিচার এ দেশের মানুষ করবে।’

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপত্নী লুনা বলেন, ‘সরকার বিএনপির সমাবেশ দেখে ভয় পাচ্ছে। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এ সমাবেশকে সফল করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। বাধার শিকার হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জানাই।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ও নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে সকাল ১১টায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তার বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি