সব
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি নিয়ে সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে সহ¯্রাধিক নেতাকর্মী নেত্রকোনা থেকে সিলেট এসেছেন। এখানে তারা একটি ক্যাম্পে অবস্থান নিয়ে তাদের নেতা ‘লুৎফুজ্জামান বাবর ভাইয়ের মুক্তি চাই’ সম্ভলিত ব্যাণার ছাটিয়েছেন।
বিভাগের বাইরে থেকেও বিএনপির অনেক নেতাকর্মী এই সমাবেশে যোগ দিতে সিলেট এসেছেন। তারা বিভিন্ন ব্যাণার ফেস্টুন নিয়ে বিভিন্ন দাবি নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে এসে অবস্থান নিয়েছেন। ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা করে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যামামলায় দ-প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি সম্ভলিত ব্যানার নিয়ে ময়মনসিংহের নেত্রেকোনা থেকে একদল নেতাকর্মী এসেছেন সিলেটে।
এই দলের নেতৃত্বে আছেন নেত্রোকোণার খালিয়াজুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আজাদ। শুক্রবার বিকেলে তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি নিয়ে সিলেট এসেছেন তিনি। এই দাবিতে নেত্রকোণা থেকে আরও ৩ হাজার নেতাকর্মী সিলেটের সমাবেশে এসেছেন বলেও জানিয়েছেন আজাদ।
চারদলীয় জোট সরকারের এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন। বিগত চারদলীয় জোট সরকারের সময়ে আলোচিত এই নেতার বাড়ি নেত্রকোণার মদন উপজেলায়।
বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, একটি স্টলের উপরের দিকে বাবরের মুক্তির দাবিতে ব্যানার টানিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন লোক। তাদের হাতে বাবরের ছবিসহ প্ল্যাকার্ডে দ-প্রাপ্ত এই নেতার মুক্তির দাবি। কথা বলে জানা গেছে, তারা সবাই এসেছেন বাবরের এলাকা নেত্রকোণা থেকে।
নেত্রকোনা থেকে আসা খালিয়াজুরি উপজেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক আসিফুজ্জামান উজ্জ্বল মানবকণ্ঠকে বলেন, আমাদের নেতা লুৎফুজ্জামান বাবর ১৩ বছর ধরে কারাগারে আছেন। সরকার তাকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। আমরা তার মুক্তি চাই।
শনিবার (১৯ নভেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠেই বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শুক্রবাার বিকেল ৪টার মধ্যে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ মানুষে মানুষে ভর্তি হয়ে গেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি