ওসমানীনগরে বাসচাপায় পথচারী নিহত

ওসমানীনগর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ৯:২২ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের ওসমানীনগরে বাসচাপায় হেকিম আলী(৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের বেগমপুর নাম স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত হেকিম আলী জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউপির ঐয়াকোনা গ্রামের ফুরকান আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী মিতালী (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪০২) বাসটি সিলেট-ঢাকা মহাসড়কের বেগমপুর নামকস্থানে হেকিম আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপর শেরপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে । হেকিম আলীকে চাপা দেয়া বাসটি জব্দ করেছে পুলিশ।

ওসমানীনগর থানার এসআই রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের নিকট হস্থান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি