জল্লারপাড়ে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট নগরের জল্লারপাড়ে ‘ট্রিট গ্যালারি’ নামের একটি রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রেষ্টুরেন্টটির রান্নাঘরের বৈদ্যুতিক ওভেন থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে এসে প্রায় ২৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন ।

তিনি বলেন, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর‘ট্রিট গ্যালারি’র রান্নাঘরে থাকা বৈদ্যুতিক ওভেন থেকে আগুন ধরে যায়। এসময় ‘ট্রিট গ্যালারি’র স্টাফ ও কাস্টমারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়াস সার্ভিস স্টেশনে খবর দিলে তালতলা স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ২৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরো বলেন, বৈদ্যুতিক ওভেন থেকে এখানে আগুনের সূত্রপাত। তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি। আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা দ্রুত নিয়ন্ত্রণ করেছি। ৫০ হাজার টাকার মালামাল পুড়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি