সিলেটে সাহিত্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ৯:৫০ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা পর্যায়ে সাহিত্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৪ নভেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ভবতোষ রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় সমন্বয়ক শামসুল আলম সেলিম, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দরা।

উপস্থিত সকলের মতামতের প্রেক্ষিতে বাংলা একাডেমির নির্ধারিত ফরম অনুযায়ী স্থানীয় লেখকদের তালিকা আগামী ২০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি