সব
সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলায় গ্রেফতারকৃত ৩ আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে মেট্রােপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই পলাশ চন্দ্র দাস ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে আদালতের বিচারক শারমিন খানম নিলা তিন জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন- রবিবার (১৩ নভেম্বর) আবেদন শুনানির কথা থাকলে অনিবার্য কারণবশত সোমবার (১৪ নভেম্বর) দুপুরে শুনানি শেষে তিন জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হচ্ছেন, সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা আবাসিক এলাকার মাসুকের ছেলে মিশু (২৬), বড়বাজার গোয়াইপাড়ার মৃত নুর মিয়ার ছেলে মনা (২৫) ও একই এলাকার মৃত নুর মিয়ার ছেলে কুটি মিয়া (২৪)। এদের মধ্যে মিশু মামলার এজাহারনামীয় ৪, মনা ৬ ও কুটি ৫ নং আসামি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি