ভ্রমণ পিপাসুদের সহযোগিতায় ‘সিলেট পর্যটন ম্যাপ’

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর সিলেট। এ বিভাগে রয়েছে একাধিক নান্দনিক পর্যটন স্পট। এসব পর্যটন এলাকায় প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন। তাদের কথা চিন্তা করে সিলেটের প্রশাসন ‘সিলেট পর্যটন ম্যাপ’ তৈরি করেছে। এতে পর্যটকরা সুবিধা পাবেন। এ ম্যাপের মাধ্যমে ভ্রমণের পরিকল্পনা তৈরি করতে পারেন পর্যটকেরা। দায়িত্বশীলরা পর্যটকদের সুবিধার্থে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটক সংশ্লিষ্টরা।
জানা যায়- পাহাড়, ঝরনা আর সবুজের প্রাচুর্যে ভরা সিলেটে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটনকেন্দ্র। সবুজে মোড়া পাহাড়ের কোলঘেঁষা পাথরে নদী, বন, ঝরনা, চা-বাগান কি নেই এখানে! সিলেটের বৈচিত্র্যে ভরা সৌন্দর্য দেখতে ছুটে আসেন পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ। দুটি পাতার একটি কুঁড়ির দেশ সিলেট ভ্রমণে আসেন প্রচুর মানুষ। এক এক করে ঘুরে আসেন সিলেটের অধিকাংশ দর্শনীয় স্থান। তবে অনেক ভ্রমণ পিপাসুরা সময় ও পরিকল্পনার অভাবে অনেক স্থান ঘুরে আসতে পারেন নি। এ কারণে সিলেটের প্রশাসন পর্যটকদের সুবিধার্থে একটি ম্যাপ তৈরি করেছে। আকর্ষণীয় ‘সিলেট পর্যটন ম্যাপ’-এ উঠে এসেছে সিলেটের সকল দর্শনীয় স্থান ও স্থানগুলোর দূরত্বের চিত্র। এতে করে দর্শনার্থীরা খুব সহজে জেলার উল্লেখযোগ্য স্থানসমূহ সম্পর্কে জানতে পারবেন। সুরমা নদীর তীরবর্তী নগরের সিলেট সার্কিট হাউজ থেকে সকল দর্শনীয় স্থানের দূরত্ব জেনে এ ম্যাপ দিয়ে দেশ-বিদেশের সকল দর্শনার্থীদের ‘ট্যুর প্ল্যান’ করতে সাহায্য করবে। তাছাড়া ম্যাপে প্রদর্শিত ‘কিউ আর কোড’ স্ক্যান করে ভ্রমণ উৎসাহীরা পেয়ে যাবেন জেলার উল্লেখযোগ্য হোটেল, রেন্ট-এ-কার, সিএনজি অটোরিকশা, বাস ইত্যাদি সংক্রান্ত তথ্য। বিশেষ করে দর্শনার্থীরা ভ্রমণ সংক্রান্ত অন্যান্য সকল সুযোগ-সুবিধার তথ্য প্রাপ্তি এবং অভিযোগ জানাতে পারবেন জেলা প্রশাসনকে। এ লক্ষ্যে একটি হটলাইন নাম্বার (০১৯০৪৬৬৭৯৫৬) চালু করা হয়েছে। এসব তথ্য সংবলিত ব্যানার ও প্রচার কাজ পর্যটন স্পটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো হবে। বিশেষ করে বাস টার্মিনাল, বিমানবন্দর, রেল স্টেশন এবং জনসমাগম হয় এমন স্থানে ব্যাপক ভাবে প্রচারণা করা হবে।
সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস অনার্স গ্রুপের সভাপতি ও সাবেক চেম্বার সভাপতি এটিএম শোয়েব বলেন- ‘সিলেটের পর্যটন নিয়ে জেলা প্রশাসক মহা পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি সিলেটের পর্যটন এলাকাগুলোর সমীক্ষা করেছেন। তিনি সমীক্ষার মাধ্যমে পর্যটন স্পটগুলোর সুবিধা-অসুবিধার তথ্য নিয়ে এসেছেন। বেশ কিছু অসুবিধা তিনি চিহ্নিত করেছেন। এসব সমস্যা সমাধানের জন্য তিনি পর্যটন মন্ত্রণালয়ের কাছে অনুদান চাহিবেন। অনুদান প্রাপ্তির পর এসব সমস্যা সমাধানে কাজ করবেন। এসব মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে বিরাট মাইলফলক সৃষ্টি হবে।’
পর্যটন নিয়ে এমন মহা পরিকল্পনাকে স্বাগত জানিয়ে এটিএম সুয়েব বলেন- ‘আমরা পর্যটন শিল্পের বিকাশে ডিসি সাবের মহা পরিকল্পনাকে স্বাগত জানাই। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা যারা পর্যটন নিয়ে কাজ করি প্রত্যেকেই লাভবান হবেন। এমনকি পর্যটকরা আর্থিক খরচ হ্রাস হবে।’
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন,‘আমরা পর্যটকদের সুবিধার্থে এমন উদ্যোগ গ্রহণ করেছি। ‘সিলেট পর্যটন ম্যাপ’ পর্যটন স্পটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো হবে। যাতে পর্যটকরা দ্রুত তাদের ‘ট্যুর প্ল্যান’ করতে পারেন। সে লক্ষ্যে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা এক সমীক্ষার মাধ্যমে কিছু অসুবিধার কারণ চিহিৃত করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুদান পেলে কাজ শুরু করবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে সিলেটের পর্যটন শিল্প আরও এগিয়ে যাবে। আমরা পর্যটকদের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য ২৪ ঘণ্টার জন্য হটলাইন নাম্বারও চালু করেছি। আমাদের দায়িত্বশীলরা পর্যটকদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি