সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ: কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নিন্দা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ১:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট থেকে প্রকাশিত ট্যাবলয়েড দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুল, উপসম্পাদক মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু ও দৈনিক মানবকন্ঠের সিলেট প্রতিনিধি ও দৈনিক একাত্তরের কথার সিনিয়র ফটোজার্নালিস্ট মিঠু দাস জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসক্লাব সভাপতি শাব্বির আহমদ ও সহ সাধারণ সম্পাদক আবিদুর রহমান।

বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের কারণেই সাংবাদিকদের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। এমন অভিযোগ স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথরুদ্ধ করার ঘৃণ্য অপচেষ্টা ব্যতিত কিছুই নয়।

নেতৃবৃন্দ অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহার করার দাবি জানান। পাশাপাশি হয়রানিমূলক এমন অভিযোগ দায়েরকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন। উপস্থিত ছিলেন, সহসভাপতি আব্দুল আলীম ও মঈন উদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, কোষাধ্যক্ষ সোহেল রানা, অফিস সম্পাদক আনোয়ার সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যনির্বাহি সদস্য ফখর উদ্দিন ও আব্দুল জলিল প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি