পাথর কোয়ারি পরিদর্শনে প্রতিনিধি দল

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

কয়েক বছর ধরে বন্ধ রয়েছে সিলেটের পাথর কোয়ারিগুলো। ফলে পাথর শ্রমিক, ব্যবসায়ী, পরিবহন মালিক ও পাথর সংশ্লিষ্ট শ্রমিকরা নানা সংকটের মধ্যে রয়েছেন। কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি পাথর কোয়ারি খুলে দিতে সরকারিপত্র দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। গত ২৬ অক্টোবর এই পত্র দেন মন্ত্রী ইমরান।

এদিকে, পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে ৪৮ ঘন্টার পণ্যপরিবহন ধর্মঘট করেছে ।

এরকম পরিস্থিতিতে পাথর কোয়ারি খুলে দেওয়ার বিষয়ে ইতিবাচক বার্তা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সিলেটে এসে পাথর কোয়ারি পরিদর্শন করবে। তাদের মতামতের ভিত্তিতে কোয়ারি খোলা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের প্রেরিত সিনিয়র সচিব বরাবরে সিলেট বিভাগে বন্ধ থাকা সকল পাথর কুয়ারী ব্যবস্হাপনা ও হালনাগাদের প্রেক্ষিতে বৃহস্পতিবার ১০ নভেম্বর উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি টিম পাথর কোয়ারী পরিদর্শনে আসেন।
সকাল ১১ টায় উক্ত প্রতিনিধি দল জাফলং পাথর কোয়ারী, বিকেল ৩টায় বিছনাকান্দি পাথর কোয়ারী পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন, সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-টু অনুবিভাগের যুগ্মসচিব মো নায়েব আলী, বি,এম,ডি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান, জি এম বি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মিজানুর রহমান, পরিবেশ উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভুমি) তানভীর হোসেন ও রীপা মনি দেবীসহ প্রশাসনের পদস্থ অন্যান্য কর্মকর্তা।
আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম,রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব,মাসুক আহমদ আশিকুর রহমান, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিনসহ ভিবিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক, শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবির মানুষজন। পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সদস্যরা ভূমি জরীপ ম্যাপ অনুসারে পায়ে হেটে স্পট সমুহ তারা ঘুরে দেখেন এবং দীর্ঘদিন থেকে বন্ধ থাকার কারণে কোয়ারী সমুহের পাথরের মজুদ পরিদর্শন ও পর্যবেক্ষন করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি