গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২, ৮:৩০ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

অবৈধভাবে গোলাপগঞ্জে টিলার কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহায়তা করে।

অভিজিৎ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে অবৈধভাবে টিলার মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি