সরকার নারী উদ্যোক্তাদের সহযোগিতা করছে : সিলেটের জেলা প্রশাসক

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ৭:০৬ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, প্রথমে মনে করা হতো নারী শুধু হস্তশিল্প, কিছু কুটির এবং ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে খুবই ছোট পরিসরে কাজ করবেন। কিন্তু ধীরে ধীরে সে ধারণার পরিবর্তন হয়েছে। বেশ বড় ধরনের উদ্যোগ নিয়ে নারীরা এগিয়ে এসেছেন। নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান সরকারি ক্রয়েও অংশগ্রহণ করছেন। যদিও এ সংখ্যা বেশি নয়, তবে তা দিনদিন বাড়ছে। বর্তমানে সরকার নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে নানা ধরনের প্রণোদনা ঘোষণা করেছেন, যার সুযোগ কেবল নারী উদ্যোক্তাই গ্রহণ করতে পারেন। বেশ কিছু অর্থায়ন স্কিম রয়েছে নারীদের জন্য।

তিনি আরও বলেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।

বুধবার (১২ অক্টোবর) সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের সহযোগিতায় ৮-১২ অক্টোবর অনুষ্ঠিত ন্যাচারাল ডাইং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্নলতা রায়ের সভাপতিত্বে ও কাইটস মাসউদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শামীমা নার্গিস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষক নাঈমা ইসলাম, চেম্বারের পরিচালক বিউটি বর্মন, রাবেয়া আক্তার রিয়া, নাসরিন বেগম, চেম্বারের সদস্য সালসাবিলা কান্তা, নিলুফার ইয়াসমিন নীলা, আইটি অফিসার মীনাক্ষী পাল, সহকারী আইটি অফিসার শতাব্দী রায় রিয়া প্রমুখ।

ন্যাচারাল ডাইং বিষয়ক প্রশিক্ষণে ৩০ জন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি