সিলেটে শিল্পায়নের প্রচুর সুযোগ থাকলেও শিল্প-কারখানা গড়ে উঠছেনা : পররাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২, ১১:০৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটে শিল্পায়নের প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে; কিন্তু এরপরও শিল্প-কারখানা গড়ে উঠছেনা। এর কারণ নিয়ে গবেষণা করা উচিত। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।

শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সিলেটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, ইন্ডাস্ট্রি পুলিশ সদর দপ্তর মো মাহাবুবর রহমান বিপিএম পিপিএম। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ। সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সিলেটের পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী। এছাড়াও কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, এক সময় সিলেট শিল্পে অন্যান্য জেলার চেয়ে এগিয়ে ছিল; কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠীর রোষানলের কারণে সেই অবস্থান ধরে রাখতে পারেনি।

এ প্রসঙ্গে তিনি ছাতক সিমেন্ট কারখানা ও ফেঞ্চুগঞ্জ সার কারখানার মতো আর ভারী শিল্প গড়ে না তোলার কথা উল্লেখ করেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, সিলেটে পঞ্চাশের দশকে গ্যাস আবিষ্কৃত হয়। তখন আশা করা হয়েছিল, এখানে গ্যাস ভিত্তিক শিল্প গড়ে তোলা হবে; কিন্তু হয়নি।

ড এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটে শিল্প উদ্যোক্তার অভাব প্রকট। শ্রীহট্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৪৫০টি প্লটের মধ্যে মাত্র দুটি নিয়েছেন সিলেটের দুজন। তাও প্রবাসী। অন্যদেরকেও শিল্পায়নে মনোযোগী হতে হবে।

উদ্বোধক অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মো মাহাবুবর রহমান বলেন, দেশে শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশেরও বিস্তৃতি হচ্ছে। ফলে কল-কারখানায় শ্রমিক অসন্তোষ আগের মতো নেই। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মালিক-শ্রমিকের মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে পেরেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ বাংলাদেশ পুলিশের সকল সদস্য সহযোগী হয়ে কাজ করছেন।

অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল কয়েকটি রাজনৈতিক দলের আগুন উৎসব মোকাবেলায় পুলিশের ভূমিকার কথা স্মরণ করেন।
আলোচনা সভার আগে বেলুন উড়িয়ে অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মো মাহাবুবর রহমান সিলেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে কেকও কাটা হয়

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি