সিলেটে পৌঁছেছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ২:০২ অপরাহ্ণ | আপডেট: ৮ মাস আগে

মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে সিলেটে পৌছালে বিমানবন্দরের সংবধর্না দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ওসমানী আন্তজার্তিক বিমান বন্দরের রিসিভ করেন সিলেটের প্রশাসনের কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোঃ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, এসএমপির পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিচ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ, সিলেট জেলার পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোবারক হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি