সব
সিলেট বিভাগে পৃথক ঘটনায় একদিনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন এক ছাত্রদল নেতা। এছাড়া, এতেকাফরত অবস্থায় এক স্কুল শিক্ষকের মৃত্যু, সড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার এবং এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ছাতক:
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতকের মুক্তিরগাঁও নতুন ব্রিজ পয়েন্টে থেমে থাকা ট্রাকে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান যুবদল নেতা মো. শাহিনুর ইসলাম (৩৪) ও হুমায়ুন রশিদ (৩২)। এ ঘটনায় আহত ছাত্রদল নেতা আবিদ হুসাইন মিলন আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা বিএনপির এক ইফতার মাহফিলে অংশ নিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
ছাতক থানার ওসি মুখলেছুর রহমান জানিয়েছেন, দ্রুতগতিতে সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ:
জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেচুয়া বড় মহল্লা মসজিদে এতেকাফরত অবস্থায় মারা যান গনিপুর-কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জুনেদ আহমদ। হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা এ ঘটনাকে স্বাভাবিক মৃত্যু বললেও, পুলিশ এ বিষয়ে বিস্তারিত তদন্ত করছে।
সিলেট সদর: রোববার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার শাহপরান থানাধীন খাদিমপাড়া এলাকার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের পাশে পড়ে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫-৫০ বছর। শাহপরান থানার ওসি মো. মনির হোসেন জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি ভবঘুরে ছিলেন, তাই ময়নাতদন্ত ছাড়াই তার দাফনের ব্যবস্থা করা হয়েছে।
বিশ্বনাথ:
বিশ্বনাথ পৌরসদরের রামপাশা সড়কের একটি ফ্ল্যাট থেকে মশারির স্ট্যান্ডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবদুল মুকিত (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড। কারণ, লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং একটি পা দড়ি দিয়ে বাঁধা ছিল। নিহতের স্বজনরা জানিয়েছেন, মুকিত তার বোনের ফ্ল্যাট দেখাশোনা করতেন এবং ঘটনার আগের রাতে তিনি বাড়ি ফেরেননি। পুলিশ জানিয়েছে, দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও জানালার গ্লাস খোলা ছিল। এছাড়া, লাশ উদ্ধারের সময় তার মোবাইল ফোন ও ফ্ল্যাটের চাবি পাওয়া যায়নি। নিহতের পরিবার এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে লাশের ময়নাতদন্ত করা হবে এবং পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি