‘এক টাকায় ঈদ বাজার’ পেল সিলেটের শতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জের একটি আনারস বাগানে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ১৯৯২ সালে এসএসসি উত্তীর্ণদের সংগঠন ‘শাশ্বত ৯২ বন্ধু ফোরাম’।

শনিবার (১৫ মার্চ) দুপুরে গোলাপগঞ্জের লক্ষনাবন্দে ‘এক টাকায় ঈদ বাজার’ বসানো হয়। এতে প্রায় শতাধিক পরিবার ১টাকা দিয়ে ঈদের বাজার করেছেন তারা।

১ টাকায় ঈদ বাজারের মধ্যে ছিলো পুরুষদের জন্য লুঙ্গী ও ১ প্যাকেট সেমাই। আর মহিলাদের জন্য ছিল শাড়ি ও ১ প্যাকেট সেমাই। বাজার করতে আসা ক্রেতারা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দসই লুঙ্গী পাঞ্জাবী কিনে নেন।

এদিকে ১ টাকায় ঈদ বাজার করতে পেরে খুশি সাধারণ খেটে খাওয়া মানুষেরা। তারা বলেন, যেকোন উৎসব পার্বণে নতুন কাপড় কেনা তাদের পক্ষে সম্ভব হয়না। তাই ১টাকায় এই ঈদের বাজার করতে পেরে আনন্দিত আমরা।

শাশ্বত ৯২ বন্ধু ফোরামারের সদস্য মলয় দত্ত মিঠু বলেন, সমাজের খেটে খাওয়া মানুষেরা সবসময়ই বঞ্চিত। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না, অনেকেরই সেমাই কেনার মত টাকাও থাকে না। তাই খেটে খাওয়া মানুষদের ঈদ আনন্দ বর্ণিল করতেই এমন আয়োজন করা হয়েছে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু ইকরামুল কবির ইকু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসিয়োশন এর (ইমজার) সভাপতি আশরাফুল কবির।

উপস্থিত ছিলেন, শাশ্বত -৯২ বন্ধু ফোরামের সভাপতি ধনঞ্জয় কুমার দাস, সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী শংকু, সদস্য মলয় দত্ত মিঠু, আশোক দাস, নিহার কান্তি রায়, সঞ্জিব দত্ত টিটু, ধীমান কান্তি দে,উত্তম পাল সনি, আব্দুর রব রুবেল (সত্তাধিকারী আলভিনা গার্ডেন), লক্ষীপাশা ইউনিয়নের ২ নং ওর্য়াডের সাবেক মেম্বার মো: বশির উদ্দিনসহ অন্যানো সদস্যরা।

মূলত এলাকার অসহায় দরিদ্র মানুষ ১ টাকার বিনিময়ে ঈদ বাজার কিনে নেন। আর এভাবে ঈদের বাজার করতে এসে খুশি এলাকার অসহায় দরিদ্র মানুষ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি