সব
প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাযায় অংশ নিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াছ দিনার। জানাযা শেষে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে।
বুধবার (১২ মার্চ) বাদ আসর নগরীর মহানগর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে শাহজালাল মাজারে তার বড় ভাইয়ের জানাযায় অংশ নেন তিনি। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন। রাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, বুধবার সকালে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াছ দিনারের বড় ভাই ইলিয়াস চৌধুরী মিনার ইন্তেকাল করেন। এরপর তার ভাইয়ের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় অংশ নেন। জানাযার পর বিকেলে আবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি