সিলেটে গুঁড়িয়ে দেওয়া হলো মেঘনা ব্রিকস

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

সিলেটে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ‘মেঘনা ব্রিকস’র স্থাপনাগুলো ভেঙে গুঁড়ি দিলো প্রশাসন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার হাজিরাই মৌজার মুরাদপুর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এ ব্রিকসফিল্ডের সব স্থাপনা ভেঙে দেওয়া হয়।

অভিযান পরিচালনা ও নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবল ইসলাম।
অভিযানে সহায়তা করেন শাহপরান থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছিলো মেঘনা ব্রিকস। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধ ওই ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। সেইসাথে ওই ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি