সিলেটে চবিয়ান সমাবেশ ও ইফতার

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ৯:২০ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

সিলেটে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে মদন মোহন সরকারি কলেজের শিক্ষাবিদ মিলনায়তনে সিলেটে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের এ সমাবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অধ্যাপক লে. কর্নেল (অব) এম আতাউর রহমান পীরের সভাপতিত্বে ও অধ্যাপক ফরিদ আহমেদর সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়ে বক্তারা সিলেটে বসবাসরত চবিয়ানদের পারস্পরিক যোগাযোগ ও সহমর্মিতা বৃদ্ধির জন্য একটি কার্যকর সেতুবন্ধন রচনার প্রতি গুরুত্ব আরোপ করেন। সেজন্য সিলেটে চবিয়ানদের একটি শক্তিশালী সংগঠন থাকা উচিত বলে সকলেই অভিমত ব্যক্ত করেন। এ সময় লিখিত প্রস্তাবনা পেশ করেন সাবেক ছাত্রনেতা ২৪ ব্যচের শিক্ষার্থী মহিবুল ইসলাম ফারুক। লিখিত বক্তব্যে তিনি নতুন কোন সংগঠন তৈরী না করে সিলেটে বিদ্যমান ‘সিইউ এক্স-সুডেন্ট ক্লাব’ নামের সংগঠনটিকে সকলের অংশগ্রহণে পুনর্গঠন করার জন্য প্রস্তাব করা হয়।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা, বিদ্যমান সংগঠনটির ২ বছরের জন্য করা কমিটি ৮ বছর পার করছে মর্মে তথ্যের আলোকে দ্রুত পুরনো কমিটি ভেঙ্গে দিয়ে একটি এডহক কমিটি গঠন এবং সকলের মতামতের ভিত্তিতে অথবা নির্বাচনের মাধ্যমে পরবর্তী কমিটি গঠনের কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

চবিয়ান সমাবেশ ও ইফতার মাহফিলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ড. তাহের বিল্লাল খলিফা, অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাস, অধ্যাপক জয়ন্ত দাশ, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, ইমদাদুর রহমান চৌধুরী, অধ্যাপক আব্দুস সহিদ খান, লে. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, অধ্যাপক সালমা ইয়াসমিন, সুপ্তি চৌধুরী-সহ বিভিন্ন ব্যাচের চবিয়ান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি