সিলেট উইমেন চেম্বারের নারী দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ১ মাস আগে

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এবার নারী দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১০ মার্চ) বিকেলে সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার পরবর্তীতে কেক কেটে নারী দিবস উদযাপন করা হয়।

সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকলিমা আক্তার। সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির,এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, পরিচালক রাহিলা জেরিন কানন, ওয়াহিদা আখলাক, তপতী রানী দাস, তাহেরা জামান, স্বপ্না বেগম, সালসাবিলা মাহবুব কান্তা, তাছমিন আক্তার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় ছাত্র-শ্রমিক-জনতা যে গণ-অভ্যুত্থান সংঘটিত করেছিল গত জুলাই-আগস্টে, তার সম্মুখ সারিতে ছিল নারী।

নারীরা সমাজ ও সভ্যতার প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অবদান অনস্বীকার্য।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি