সব
বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখার উদ্যেগে বিভিন্ন সংগঠন ও পেশাজীবীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় র্যালিটি সিলেট নগরীর বন্দরবাজার মধুবন মার্কেটের সামন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধসহ না নানা শ্লোগান দেওয়া হয়।
র্যালি শেষে নারীর অধিকার ও দাবি বিষয়ক স্মারকলিপি জেলা প্রশাসক সিলেটকে প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা স্মারকলিপিটি গ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল, সহ-সাধারণ সম্পাদক অপর্না গুণ সেবা, লিগ্যাল এইড সম্পাদক রমলা তালুকদার, আন্দোলন সম্পাদক উষা রানী মল্লিক, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মিতালী দে মিতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপড়ী শ্যাম চৌধুরী, সহ-সভাপতি রীনা কর্মকার ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন,মহিলা আইনজীবী সমিতি সিলেটের বিভাগীয় কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শিরিণ আক্তার, ব্লাস্টের জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সত্যজিৎ দাস, ব্রাকের জেলা কো-অর্ডিনেটর শুভাশিষ দেবনাথ, ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. তাওফিমা ইসলাম, নারী সেল সিলেটের এস.এই রত্না বেগম, সাংবাদিক মনিকা ইসলাম, বিলকিছ সুমি, মাহফুজ আলম আশার আলো, সাজিদুল ইসলাম আশার আলো, রহমানিয়া প্রতিবন্ধি ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি