রাতভর ডাকাত আতঙ্ক, ডাকাতির সরঞ্জামসহ আটক চার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১ মার্চ ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

সিলেটে শুক্রবার রাতভর ডাকাত আতঙ্কে কেটেছে জকিগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার বাসিন্দাদের। পুলিশ পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেল ও রাতে জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধায় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্ভ্রাট তালুকদার। তিনি বলেন,আমরা পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছি। তদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এদিকে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-জগন্নাথপুর সড়কে চেকপোস্ট বসিয়ে রাসেল (৩২) নামের এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইকুড়চর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে। তার কাছ থেকে ১টি রামদা, ১টি কুড়াল, ১টি তালা কাটার মেশিন, ১টি রেঞ্চ, ১টি লোহার রড ও ১টি মুখোশ উদ্ধার করা হয়েছে।

এছাড়া, শুক্রবার বিকেলে জকিগঞ্জ থানার ঘেচুয়া গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ঘেচুয়া গ্রামের মৃত আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন (৩২), জকিগঞ্জ পৌরসভার পঙ্গবট গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০) ও মাজবন্দ হেতিছানগর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জাবেদ আহমদ (৩৫)। তাদের কাছ থেকেও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি