সব
মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেট মহানগর ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) দুপুরে মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নগরীর বন্দর বাজারের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে শিশুপার্কের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়েছে।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে শুরু হওয়া র্যালীতে উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, অফিস সম্পাদক মাসুদ আলম, প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম হোসাঈন সহনেতৃবৃন্দ।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ বলেন, নগরবাসী সহ দেশবাসীকে বরকতময় মাস মাহে রমজানের শুভেচ্ছা। তিনি নগরবাসীকে আহবান জানাই এ মাস থেকে আত্নশুদ্ধি, আত্মসংযমের শিক্ষা নিয়ে বছরের বাকি এগারটি মাস নিজেদের জীবনে বাস্তবায়ন যেনো করতে পারি। মাহে রমজানের আত্মশুদ্ধির জন্য ব্যাপক ভাবে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। বেশি বেশি নফল ইবাদত, ফরয-ওয়াজিব সমূহ যথাযথ পালন ও রোযার হক আদায়ের ব্যাপারে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে।
তিনি আরো বলেন, অন্তর্র্বতীকালীন সরকারকে বলতে চাই, ধর্মপ্রাণ মানুষ যাতে এই রমজানে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সে জন্য রমজানে ইফতার, তারাবীহ ও সেহরীতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখতে হবে। পাশাপাশি অশ্লীলতা, বেহায়াপনা, অনৈতিক, অসামাজিক ও ইসলাম বিদ্বেষী যাবতীয় কার্যকলাপ বন্ধ এবং মাহে রমযানের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে পদক্ষেপ নিন। প্রকাশ্যে হোটেল-রেস্তোরা, কফি হাউজসমূহ দিনের বেলায় বন্ধ রাখার ব্যাপারে কঠোর পদক্ষেপ হাতে নিয়ে মাহে রমযানের ঐতিহ্য রক্ষা করুন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি